আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচিত!

কবি নজরুল পরজনম যদি থাকে কবি না হয়ে কুকুর হতে চেয়েছিলেন শরৎবাবুর মঠে বেওয়ারিশ কুকুরের সাথে আহার যাতে জুটে তিনিই জানেন কবি জনমে কত দুঃথ কত দারিদ্র কত বঞ্চনা তাতে? কতটা দুঃখী ছিলেন তাই কি তিনি বিদ্রোহি কবি হলেন? নির্বাচিত কবিতা নাকি কবি? শিল্পী নাকি তার আঁকা ছবি? অবাক হয়ে ভা্বি লেখার চেয়ে লেখক যদি নির্বাচিত হবি ভাল লেখনির কি দরকার আছে অজস্র কবি দিয়ে তাদের ছবি আর অর্বাচীন সব লেখা পাঠকরে সব দেখা। শিল্পী লেখক করে কলরব মস্ত সুখে কবিরা সব নির্বাচিত হয়ে নৃত্য গীতে সদাব্যস্ত সুরার পাত্র নিয়ে। পাঠক সবাই অবাক হবেন ভাববেন হলো কি? কবিতার কি আকাল হলো অখাদ্য সব নির্বাচিত সুখাদ্য সব লুকিয়ে গেল মদের নেশায় বেতাল হলো নির্বাচকেরা সব মাথা খেল কি?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.