আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতাধর ১০০ ব্রিটিশ বাংলাদেশির তালিকা প্রকাশ

ক্ষমতাধর ১০০ ব্রিটিশ বাংলাদেশির তালিকা প্রকাশ করা হয়েছে লন্ডনে। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের ম্যাকমিলান রুমে এই গ্রন্থিত তালিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ও প্রভাবশালী ১০০ জনের ওই তালিকার নাম ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার ওয়ান হান্ড্রেড’। ক্ষমতাধর ১০০ ব্রিটিশ বাংলাদেশি তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটেন-বাংলাদেশ সর্বদলীয় পার্লামেন্টারি কমিটির চেয়ার এ্যান মেইন এমপি, ব্রিটেনের সাবেক হেলথ সেক্রেটারি ফ্রাঙ্ক ডবসন ও বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলীয় ব্রিটিশ এমপি রোশনারা আলী। এ্যান মেইন এমপি তার বক্তৃতায় বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার চল্লিশ বছরপূর্তি উদযাপনের এমন একটি সময়ে ব্রিটেনের প্রভাবশালী ১০০ বাংলাদেশির তালিকা প্রকাশ একটি বতিক্রমী ঘটনা।

’ তিনি বলেন, ‘ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী এই বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলেই ১০০ ক্ষমতাধরদের তালিকায় তাদের নাম এসেছে। বাংলাদেশিরা রাজনীতি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রাখছেন, তা ব্রিটিশ সোসাইটিকে আরো সমৃদ্ধ করছে। ’ সাবেক হেলথ সেক্রেটারি ফ্রাঙ্ক ডবসন বলেন, ‘বাংলাদেশিদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক গড়ে ওঠেছে। আমি চল্লিশ বছর ধরে এই কমিউনিটির সাথে কাজ করছি। আমার নিজের নাতি খলিল ও জামাল বাংলাদেশি বংশোদ্ভূত।

’ রোশনারা আলী এমপি বলেন, ‘ক্ষমতাধর ব্রিটিশ বাংলাদেশিদের তালিকা প্রকাশ সত্যিই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমাদের নতুন প্রজন্ম এ তালিকা থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আরো অনুপ্রাণিত হবে। ’ ১০০ ক্ষমতাধর ব্রিটিশ বাংলাদেশির তালিকায় যাদের নাম এসেছে তারা হলেন- শিল্পোদ্যোক্তা : ইকবাল আহগম ওবিই, সেলিম হোসেন এমবিই, মুকিম আহমেদ, নওফল জমির, ইকবাল ওয়াহাব ওবিই, আবদুর রউফ জেপি, ওয়ালি তছর উদ্দিন এমবিই, আতিক চৌধুরী, আবদুল কাইয়ুম খালিক, জামাল ও রফিক চৌধুরী। রাজনীতি ও পলিসি : রোশনারা আলী এমপি, মেয়র লুৎফুর রহমান, আনোয়ার চৌধুরী, আসিফ আনোয়ার আহমেদ, কাউন্সিলার নাসিম আলী ওবিই, ড. হালিমা বেগম, নাহিদ মজিদ ওবিই, মুরাদ কোরেশি, সাজিয়া উল্লাহ ও সালিমুল হক। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া : প্রফেসর এন্ডি মিয়া, আকরাম খান এমবিই, মনিকা আলী, প্রফেসর মোশতাক হোসেন খান, প্রফেসর টিপু জাহেদ আজিজ, ড. আবদুল হাই মোর্শেদ, মোহাম্মদ আলী, আনোয়ার উদ্দিন, রোকশানা বেগম ও দীপায়ন পাল।

ক্যাটারিং ইন্ডাস্ট্রি : বজলুর রশীদ এমবিই, আমিন আলী, এনাম আলী এমবিই, মোহাম্মদ আজমান টমি, ওয়াজিদ হাসান সেলিম, আনা চৌধুরী, আজিজুর রহমান, মাহতাব মিয়া, শাহগীর বক্ত ফারুক ও পাশা খোন্দকার। মিডিয়া : আব্দুল গাফ্ফার চৌধুরী, কনি হক, তাসমিন লুসিয়া খান, শরীফ মোহাম্মদ হাসান আল বান্না এমবিই, সারওয়ার আহমদ, আহমেদ উস সামাদ চৌধুরী, নিনা হোসেন, ফয়সল ইসলাম, সৈয়দ নাহাস পাশা ও আজমল মশরুর। নারী : আইরন জুবাইদা খান, রুবি হ্যামার এমবিই, নভিন রহমান, তাহমিনা আনাম, জুমুর পাটি, ড. গুলনাহার মর্তুজা, ড. হোসনা আহমদ ‍ওবিই, নাজিয়া খানম ওবিই, সলমা আহমদ ও রেজিয়া ওয়াহিদ এমবিই। কমিউনিটি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান : বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ব্রিটিশ চেম্বার অব কমার্স, লন্ডন মুসলিম সেন্টার, গ্রেটার সিলেট ডেভলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল, লন্ডন বাংলা প্রেস ক্লাব, লন্ডন টাইগার্স, ওল্ডহাম বাংলাদেশি অ্যাসোসিয়েশন, মিতালী ইয়ুথ অর্গেনাইজেশন, আপাসেন্থ ও ব্রিট বাংলা। পেশাজীবী : মুরাদ চৌধুরী, সুলতান চৌধুরী, স্বপ্নারা কাতুন, আখলাখ চৌধুরী, ড. শফি আহমেদ, দেলোয়ার হোসেন, আলী আকবর, মোহাম্মদ বেলায়েত হোসেন, সৈয়দ এএইচ উদ্দিন ও ড. মোহাম্মদ আলী।

ধর্মীয় ও কমিউনিটি ব্যক্তিত্ব : ড. আবদুল বারী, শেখ আবদুল কাইয়ুম, ব্যারিস্টার আতাউর রহমান, কেএম আবু তাহের চৌধুরী, নূরুল ইসলাম, মাহমুদ হাসান এমবিই, মাওলানা আবদুর রহমান মাদানী, মাওলানা শামসুল হক, শায়খ মাহমুদুল হাসান (Mahmudul Hasan (Chairman - HAYAT DEVELOPMENT LTD. & HAYAT ASSOCIATES LTD, Khatib- Halishahar Central Jame Masque, A Block, Chittagong ) ও ড. হাসনাত হোসেন। উদীয়মান প্রভাবশালী : অ্যাড. হোসেন, আকতার ইসলাম, শাহ কোরেশী, কাউন্সিলার টিউলিপ সিদ্দিকী, সায়মান মিয়া, রুনা ইসলাম, রুফুল আমিন আলী, তারিক চৌধুরী, মুমতাজ হোসেন ও মামজি স্ট্র্যাঞ্জার। উল্লেখ্য, ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার ওয়ান হান্ড্রেড গ্রন্থনার পেছনে মূল ভূমিকা পালন করেছেন তরুণ রাজনীতিক আবদাল উল্লাহ। তালিকা তৈরিতে উপদেষ্টা জনমত সম্পাদক নবাব উদ্দিনের নেতৃত্বে কাজ করেছে একটি গবেষণা টিম। তালিকাটি সম্পাদনা করেছেন আয়েশা চৌধুরী এমবিই।

Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.