আমাদের কথা খুঁজে নিন

   

পিপড়া দুই প্রকার- লাল পিপড়া আর কালা পিপড়া। পিপড়া খুব উপকারী জন্তু। এটিকে মারা উচিত নয়।

আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। আমার এক কাজিন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়। গতকাল সে ক্লাশ টুর বাচ্চাদের পিপড়া সম্পর্কে ৫টি লাইন লিখতে দেয়। আসুন বাচ্চারা যা যা লিখছে একটু দেখা যাক। শিক্ষার্থী ১- পিপড়া দুই প্রকার- লাল পিপড়া আর কালা পিপড়া।

লাল পিপড়া অনেক খারাপ। লাল পিপড়া কামড় দিলে ফুলে যায়। কালা পিপড়া কামরড়ায় না। শিক্ষার্থী ২- পিপড়া খুব উপকারী জন্তু। এটিকে মারা উচিত নয়।

শিক্ষার্থী ৩- আমাদের বাসায় অনেক পিপড়া। আমি পিপড়াকে অনেক ভালবাসি। আমি ওদের কখনো মারি না। শিক্ষার্থী ৪- এক দেশে এক পিপড়া বাস করতো। শিক্ষার্থী ৫- একবার এক পিপড়া নদীর পাশ দিয়ে যাচ্ছিল।

কিন্তু পিপড়া নদী পার হতে পারলোনা। পিপড়া তার ওজনের বেশি ওজন বহন করতে পারে। শিক্ষার্থী ৬- পিপড়া খুব ছোট প্রাণী। একে এক টিপ দিয়ে মেরে ফেলা যায়। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তাদের পিপড়া নিয়ে গবেশণা থেকে।

তবে সবগুলোর কথা মনে নাই। আমার কাজিন সকালে ফোন দিয়ে আমাকে কাহিনীটা বললো। আমি তো হেসে খুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.