চায়ের কাপে ভাসমান মৃত পিপড়ার মত নিস্পৃহতায়
ল্যান্ডস্কেপে ঝুলে আছে কুয়াশার আভাসে সুদুরের গ্রাম
সেই ছবির ভেতর দিয়ে শেষাবধি গিয়ে, দেখি-
নিরঙ্কুষ আলো ও অন্ধকার উভয়েই
ক্রমঅপসৃয়মান
প্রতিদিন, প্রতিক্ষণ......
চারদিকে জ্বলে ওঠে, নিভে য়ায়, ফের
জ্বলে ওঠে, নিভে যায়..দিকনির্দেশনা
আর প্রহরীর তীব্র হুইসেল; তথাপি আড়ালে আবডালে
কিছুটা প্রকাশ্যে রক্তে পৌছে যায় চিনির চোরাচালান
তাই বলি কি- অন্ধকারের রং নয় কখনোই কালো
যেমনটি সাদা নয় আলোর প্রকাশ.....
নিছক কিছু সময়ের ব্যবধ্যানে আরো কিছু সময়ই চলে যায়...যেতে পারে
আন্তেষ্টিক্রিয়ায় আগতদের মত নিঃশব্দ উচ্চারণে বলি-
"আহা নেহায়েৎ পিপড়ে, তোমাকে হত্যা করতে চাইনি কখনোই
অভ্যাসবশত চা পান করতে গিয়েই তোমার সাথে পরিচয়।
সম্পর্কের নির্ণয়ে দুজনেরই প্রয়োজন এসেছিল চাহিদা মাফিক"
তখন আমার চোখের কোনায় জমে ওঠে জল
নিজেকে মনে হয় মহাজীবনের এক হালকা উপাদান.....
আর ঘুমন্ত আমার কানের ভেতর দিয়ে চলে যায়
পিপড়ার সারিবদ্ধ তীর্থযাত্র জপমালা নিয়ে
স্বপ্নেরা বিলাপ করে দুঃসপ্নের ঘোরে-
"পৃথিবীতে একমাত্র কবিরাই
যীশুর মত নিষ্পাপ আর যুডাসের মত বিশ্বাসঘাতক।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।