আমাদের কথা খুঁজে নিন

   

সন্তানদের নিয়ে

সন্তানদের নিয়ে কাহলিল জিবরান তোমার সন্তানরা তোমার সন্তান নয়। জীবনের নিজের প্রতি নিজের যে তৃষ্ণা, তারা হল তারই পুত্রকণ্যা। তারা তোমাদের মাধ্যমে আসে, তোমাদের থেকে নয়। এবং যদিও তারা থাকে তোমাদের সঙ্গে, কিন্তু তাদের মালিক তোমরা নয়। তুমি তাদের দিতে পারো তোমার ভালবাসা, কিন্তু দিতে পারো না তোমার চিন্তা, কারন তাদের নিজেদের চিন্তা আছে।

তুমি তাদের শরীরকে বাসগৃহ জোগাতে পারো, কিন্তু তাদের আত্মাকে নয়। কারন তাদের আত্মা বাস করে ভবিষ্যতের ঘরে। যেখানে তুমি যেতে পারো না, এমনকি তোমার স্বপ্নের মধ্যেও নয়। তুমি তাদের মতো হওয়ার সাধনা করতে পারো, কিন্তু তাদের তোমার মতো বানানোর চেষ্টা কর না। কারন জীবন পিছনের দিকে যায় না, গতকালের জন্য বসেও থাকে না।

তোমরা হচ্ছ ধনুক, আর তোমাদেরও সন্তানরা হচ্ছে ছুটে যাওয়া তীর। ধনুবির্দ অনন্তের পথে চিহ্নের দিকে তাকিয়ে থাকেন। যেন তার তীর ছোটে দ্রুত আর দুরে। তুমি ধনুক, তুমি বাঁকো ধনুবিদের হাতে বেঁকে যাওয়া যেন আনেন্দর জন্য হয়। তিনি কেবল চলে যাওয়া তীরটিকে ভালবাসেন তা-ই নয়, তিনি তো দৃঢ় ধনুকটিও ভালবাসেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.