দেখা যায় বেশিরভাগ বাবা মা তাদের বাচ্চাদের একটা বয়স পর্যন্ত সবকিছুর উপর নজর রাখেন।এরপর পারসনালিতি মেইনটাইন করতে গিএ অনেক কিছুর খোজ নেননা।ছেলেমেয়ে যত বড়্ই হোক কিছু বিষয় প্রায় দেখা উচিত যেমন ১্ কেমন বন্ধুদের সাথে মিশে ২্ মোবাইল এ কি করে যেমন কথা বলা।গেম খেলা।ইন্টারনেত এ কত সময় দেয় , মাঝে মাঝে মেমরি চার্ড ছেক করেন ৩্ স্কুলে স্যারদের থেকে খোজ নেন ৪্ তার রুম চেক করেন ৫্ গোপনিয় বা যেকোন সমস্যা ফ্রেন্দলি জানতে চান।তাই সমপর্ক হতে হবে বন্ধুর মত ৬্ কোন কিছু চাইলে দেয়া সম্ভব না হলে কেন না তা ভালভাবে বুঝিএ দিন ৭্ কোথঅ যেতে নিষেধ করলে কেন তা সম্ভাব্য কারংউলো বলে দিন।যদি সে যায় তাহলে বিপদগুলো তার জানা থাকবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।