আমাদের কথা খুঁজে নিন

   

গর্বিত সন্তানদের এক পিতা

[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]

[ইটালিক]সেই 17 তারিখে লিখেছিলাম। কম্পিউটারটা নস্ট হল। আজকে ঠিক করলাম। তাই পুরানো লিখাটাই দিলাম। এটা আমার নিজস্ব চিন্তা।

আপনাদের ভাল নাও লাগতে পারে[/ইটালিক] কথা হল দশ সন্তানের এক গর্বিত পিতার সাথে। সন্তানদের বোঝা টেনে কিছুটা শ্রান্ত পিতা নন তিনি বরং তাদের হাতের মুঠিয় পুরে দাপটে চুটে বেড়ানো তাগড়া জোয়ান। হাতের মুঠোয় থাকলেও তারা কিন্তু ভালবাসার চাদরে আপাদমস্টক জড়ানো। অনেক কথাই হল তার সাথে। ভাল লাগা, মন্দ লাগা, রাগ-অভিমান, দুঃখ, ভালবাসা, অবেগ এসব কিছুই টার কথার বিষয়।

পিতা নিজেই বলে গেলেন সব। আমি কিছুই বলিনি। শুঢু হু হা করে গেছি। আর বলবই বা কি, আমি তো মন্ত্রমুগ্ধের মত তার কথা শুনেছি। এরপর তিনি পরম মমতা মাখিয়ে তাঁর দশম সন্তানটিকে আমার হাতে তুলে দিলেন।

আমি তাকে হাতে পাওয়ার পর এক মুহূর্তের জন্যও হাত ছাড়া করিনি। সারারাত সে আমার পাশে ছিল। সারা রাত সে বলে গেল তার কথা আমি শুধু শুনেই গেলাম শুনেই গেলাম আর শুনেই গেলাম। পরদিন সকালে তাকে এমন জায়গায় রাখলাম যেখানে আমি তাকে সবসময়ই দেখতে পাই। সন্তানটির নাম শুনবেন শুভর ব্লগিং আর পিতার নাম কেনা জানে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।