সময় পার হয়... ধূসর হয় স্মৃতি ... অনুভূতি গুলোর পরিবর্তন... মনে ব্যাথা নিয়ে শুধু খুজে যাই তার উপস্থিতি... চেনা মানুষ অচেনা... ছেড়ে যায় পরিধিকে... কিন্তু কষ্ট গুলো কেন থেকে যায়... হাসিটা কেড়ে নিয়ে শুধু অপমান করে অনুভূতি গুলোকে... এটা বন্ধুত্ব নয়... শত্রুতা ও নয়... শুধুই অভিনয়... যা পারিনি কখনো... তাই নিজের কাছেই নিজের পরাজয়.. { ২০১১ সালের কুরবানির ঈদ এর দিন রাতের বেলা কবিতা লেখার ভূত মাথায় চাপছি্ল। কিন্তু লাইনের ভিতর ছন্দ মিলাতে পারছিলাম না। এখনো কবিতাটা মডিফাই এর ট্রাই করি। কিন্তু তাও মাথা থেকে ভাল কোন শব্দ বা বাক্য বের হয় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।