আমাদের কথা খুঁজে নিন

   

পরাজয়, তবে...

এ পরাজয় কার? কেইবা জয়ী? আমি জানি! এতে তার কোন পিছুটান থাকল না, অথচ... আমি কত পিছনে পরে গেলাম! তবে দুজনেই হেরেছি। তাতে আমার কোন গ্লানি থাকবে না, আর সে মনের অনলে জ্বলবে। তবুও হেরেছি দুজনেই। আমার চোখে জল আসবে, আর সে তা থেকেও বঞ্চিত হতে পারে। অথচ.. দুজনেই ব্যর্থ।

আমি ভাবছি! আমি অবাক! ঠিক যেন আকাশ ভেঙ্গে পরার মত হতবাক! সে ভাববে। তার আশ্চর্য হবার কিছুই নাই। অথচ সে হাসবে না। অবশেষে দুজনেই হারলাম! আমি হেরেছি তাকে হারিয়ে। আর সে হেরেছে স্বপ্ন দেখে।

আমার আছে নতুন করে জয়ী হওয়ার সুযোগ। আর তার অপেক্ষা পুনরায় হারার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।