মাথায় টোকা মাইরা দেখেন তো ফাঁপা আওয়াজ আসে নাকি! মন খারাপ কোন জাতীয় সমস্যা নয় খবরের কাগজে হেডলাইনগুলো পানসে, আন্দোলন হয় রক্ত কণিকায় নিকোটিনের দাবীতে গর্জে ওঠে। দূমড়ে যাওয়া স্বপ্নের কৌটা, স্বপ্নগুলো গড়িয়ে যায় মার্বেল পাথরের মতো। টং দোকানের চামচের আওয়াজ তিক্ত বিস্বাদ ব্যার্থতাকে চায়ের কাপ ভেবে আছাড় মারা, গ্রহন লাগা দৃষ্টি, বাস্তবতা না পরাবাস্তব? ধাতস্থ হয়ে পেগে চুমুক, কিংবা দুঃখসুধা পান। ***কিছু আজেবাজে চিন্তাভাবনা। সিরিয়াসলি নেয়ার মতো কিছু নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।