আমাদের কথা খুঁজে নিন

   

পরাজয়



হারিয়ে যাচ্ছি প্রতিনিয়ত হেরে ও যাচ্ছি যতরকম যুদ্ধে - যতধরনের যুদ্ধে অনেক যুদ্ধে আবার মাঠে নামার ও প্রয়োজন পড়ছেনা তার আগেই বাঁশি বাজিয়ে দেয়া হচ্ছে কে বাজাচ্ছে , কেন বাজাচ্ছে কিছুই বুঝছিনা। গভীর রাতে পাড়ার পাহারাদার যখন লম্বা বাঁশি বাজিয়ে সাবধান করে অযাচিতদের সাথে আশ্বস্থ করে আমায়- হাসি পায় , বড্ড হাসি পায় আমি তখন হাসি আমার দৌড়পথে যে নিয়মিত ল্যাং মারে আমায় তার পানে আমার মাঝযুদ্ধপথে যে বাঁশি বাজিয়ে বেড়ায় তার পানে আমার ক্লান্ত বিশ্রাম ক্ষণে যে চাবুক মেরে বেড়ায় তার পানে..... হাসি মুখেই আমি বরন করে নিচ্ছি আমার পরাজয়গুলোকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।