ফিরিয়ে দিলেই ভালো হতো
নিজের কাছে ফিরতে পারি
নিজের ঘরে, নিজের বাড়ি।
নিজের কিছু থাকতে পারে,
মা আমাকে ডাকতে পারে
ভুলেই ছিলো মন বেচারী।
ফিরিয়ে দিলেই ভালো হতো
ফিরতে পারি মায়ের কাছে।
হিজল-তমাল-জারুল গাছে,
ফুলের কাছে - বেশ বাহারী।
ফিরিয়ে দিলেই ভালো হতো
নিজের কাছে ফিরতে পারি।
ফিরিয়ে দিলেই ফেরা হতো
ফিরতে পারাই দরকারী।
অনিদ্রা বা অনাহারে
সাতসকালে, অন্ধকারে
থামতো মিছে পায়চারী।
ফিরিয়ে দিলেই ফিরতে পারি।
ফিরিয়ে দিলেই ভালো হতো
আউলা চুল আর বাউলা দাঁড়ি
ভাল্লাগেনা মনটা ভাড়ি।
ফিরিয়ে দিলেই ফেরা হতো
দালানকোঠা সারিসারি
ছেড়ে যেতাম গ্রামের বাড়ি।
ফিরিয়ে দিলেই ভালো হতো
আকাশটাকে বাড়িয়ে নিতাম,
স্বপ্নঘুড়ি উড়িয়ে নিতাম
যেমন খুশি ইচ্ছেমতো।
ফিরিয়ে দিলেই ফিরতে পারি
ফিরিয়ে দিলেই ফেরা হতো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।