আমাদের কথা খুঁজে নিন

   

কবির ছবি সুন্দরের দরকার কী?

আমার প্রথম কাব্যগ্রন্থ ‘পরমাণু পৃথিবীতে শেষ বিকেলের মেয়েটি’,প্রকাশ করেছিলো অনন্যা প্রকাশনী ।প্রথম বই ছাপাবো,কিছুই জানিনা,বুঝিনা,এক্কেবারে অগামগা!অনেক তোষামুদি করে আমার ব্যস্ত স্বামীপ্রবরকে রাজী করালাম,প্রকাশকের সাথে কথাবার্তা বলতে!তিনি তখন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন।তিনি,মনোচিকিৎসক ও লেখক মোহিত কামালকে সঙ্গে নিয়ে গেলেন অনন্যাতে!আমি বুদ্ধি করে স্ক্রিপ্ট,কবি পরিচিতি,এক কপি ছবিও দিয়ে দিলাম সাথে!প্রেফাইলে যে ছবিটি আছে এটা! প্রকাশক মনিরুল হক,স্ক্রিপ্ট ট্রিপ্ট না দেখে,আমার ছবিটি গম্ভীর মুখ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন!তারপর তাচ্ছিল্যের স্বরে বললেন,‘এর চেয়ে ভালো ছবি নেই?’ আমার স্বামী হাসি হাসি মুখ করে বললেন,‘এর চেয়ে খারাপ ছবি খুঁজছিলাম!পাইলাম না,তাই এইটাই আনতে হইলো!আমার বউ তো আর নায়িকা বা মডেল না?কবি-লেখিকার ছবি এরচেয়ে সুন্দর না হওয়াই ভালো!লেখা সুন্দর হইলেই তো হয়!’ উপস্থিত সবাই হো হো করে হেসে উঠলো!মনিরুল থতমত খেয়ে,মুখ কালো করে ফেললেন! এই কথা শুনে আমি যা আশঙ্কা করেছিলাম,তাই হলো! ফলাফল: এরপর থেকে অনন্যাতে আমি নিষিদ্ধ !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.