আমাদের কথা খুঁজে নিন

   

কবির ব্যস্ততা

চৈত্রের নিদারুন খরায় পুড়ছে ফসল খেত মাঠ ফেঁটে চৌচির , কষ্টের জীবন যাপন মানুষের কৃষকের কপালে চিন্তার ভাঁজ , মাঠে ঘাটে ঘুরে দেখে উত্তপ্ত মধ্যান্হে জানালার শিকের ধারে বসে কবি দুশ্চিন্তার প্রহর গোনে , বলপয়েন্টের ডগা বেগবান হয় । সেই খরস্রোতা নদীটির বুক ভরে গেছে মৌসুমী পলিতে , শীতে তার বুকে হাঁটুজল কোথাও ফসলের উৎসব , বর্ষায় ঠাঁই নাই , কূল উপচে প্লাবিত জনপদ বড় দুঃখ বানভাসি মানুষের , কবি পেরেশান বিপন্ন মানুষের অশ্রু তার কলমের ডগায় ঝরে । কৃষ্নপক্ষের নিকষ কাল রাত্রি গভীর হয় যত জেগে থাকে কবি বাদুড়ের দ্রুততায় পথ চলা হৃদয়ের হীরক দ্যূতির বাতিঘর বর্ণচ্ছটায় কবি প্রসব করে কাব্যের সোনালী হরফ । শুক্ল পক্ষের আলোর প্লাবন স্থির আঁখি পল্লবে সুখময় মায়ার খেলা , জেগে থাকা কবিতার খাতা তার ভরে ওঠে প্রেমময় লাস্য বিন্যাসে , বাসর রাতে সলাজ বধূর পাশে বসার মত প্রিয় কলমটি কবিতার অবগুন্ঠন তোলে । হিরোশিমার দানবীয় ধ্বংস কাবুল আর বাগদাদে মানুষের লাশের সারি চারিদিকে বিপন্ন মানবতা বড় কষ্ট দেয় তাকে , কাব্যের প্রসব বেদনা বড় কাঁদায় বারবার জন্ম নেয়া কবিতার ভ্রুণ ব্যস্ত রাখে কবিকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.