আমাদের কথা খুঁজে নিন

   

আবহমান বাংলার কিছু কু-সংস্কার

১.রাতে আয়না দেখা যাবে না। ২.মাছ মাংস এক সাথে রান্না করা যাবে না। ৩.মাছ খাওয়ার পর মাথায় তেল নেওয়া নিষেধ। ৪.বাইরে বের হওয়ার সময় ঝাটা দেখা অমঙ্গল। ৫.জমজ ফল বয়স্করা খাবে অবিবাহিত দের খাওয়া যাবে না।

৬.স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে মুরগী জবাই করা যাবে না। ৭.গর্ভবতী থাকা কালীন বানর দেখা যাবে না। ৮.কড়াইয়ের ঢাকনায় ছেলেদের খাবার খাওয়া যাবে ন। ৯.ঘরের চৌকাঠে বসে ভাত খাওয়া যাবে না। ১০.ভাঙ্গা চিরুনী দিয়ে মাথা আচড়ানো যাবে না।

১১.কাক ডাকা অমঙ্গল। ১২.রাতে কুক পাখি ডাকলে দেশে অমঙ্গল হবে। ১৩.চাঁদ বাকা হয়ে উঠলে দেশে শনি লাগবে। ১৪.রাতে খাওয়ার পর প্লেটের পানি ঘরের বাইরে ফেলা নিষেধ। ১৫.রাতে ঘর ঝাড়ু দেওয়া নিষেধ।

১৬.অষুধ পূর্ব দিকে ঘুরে এক নিশ্বাসে খেতে হবে। ১৭.অষূধের গন্ধ শোকা যাবে না। ১৮.শনি বার,মঙ্গল বার ও জন্মদিনে চুল ও নখ কাটা যাবে না। ১৯.রাতের বেলায় নখ কাটা নিষেধ। ২০.সন্ধার পর মহিলাদের খোলা চুলে বাইরে রেরুনো নিষেধ।

২১.পরিবারের কর্তাদের আগে মেয়েদের ভাত খাওয়া যাবে না। ২২.বাড়ি থেকে কোথাও বেড়াতে গেলে বাড়ির কর্তীর ঘরে তালা দেওয়া যাবে না। ২৩.স্বামী ও ভাশুরের নাম মুখে উচ্চারন করা যাবে না। ২৪.তেলের পিঠা (পাকানো পিঠা) খেয়ে রাতে বাইরে যাওয়া যাবে না গেলে রসুন মেখে যেতে হবে। ২৬.ভাত খাওয়ার সময় ভাতে রোদ লাগানো যাবে না।

২৭.ছোট বাচ্চাদের শরীর সাস্থ নিয়ে ভাল বললে তার গায়ে থুথুর ছিটা দিতে হবে যাতে নজর কেটে যায়। ২৮.উপরোক্ত বিষয় গুলো সবার মেনে চলতে হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।