শাফিক আফতাব------------
রাস্তার মোড়ে কোনো কার্তিকে কুকুরের সঙ্গম চোখে পড়ে হয়তো কারো। লজ্জায় চোখ ছিটকায় কেউ। কেউ ওদিকে তাকায়ই না। কেউ আবার লাঠি দিয়ে বাড়ি মেরে আংটাটা খুলে দেবার চেষ্টা করে। কুকুরের বছরে একটি দিনে মহা উৎসবের, আর সেই দিনটিও কোনো কোনো মানুষের জন্য কুকুর সঙ্গমের স্বাদটা থেকে রিরত হন।
তবুও কুকুর ধর্ষক হয়ে ওঠেনা। ঘটনার আগে সে প্রেয়সীর সায় নিতে পূর্ব থেকেই জানান যে তার কামনার কথা। প্রেমিকা রাজী হইলে তবেই দুএকদিন পর সংলগ্নতা। অথচ মানুষ ; কেউ কেউ দেখুন। কাঁচা মেয়ে অপরহণ করে।
ধর্ষণ করে। ধর্ষণ পরবর্তী হনন করে। পৃথিবীর কোনো ইতিহাসে আছে কোনো পশু সঙ্গমপরবর্তী তার প্রেয়সীকে হত্যা করেছে। অথচ মানুষ হরহামেশা করেছে।
তবু মানুষ বলে কথা।
পৃথিবীর তাবৎই তো মানুষের জন্য সৃষ্টি। মানুষ তাই এত বেপরোয়া। এত কামনাময়। তাই তাদের ভোগবিলাস এত ।
কুকুরের সঙ্গমে কোনোদিন ঢিল ছুঁড়ি নাই।
কেনোনা কুকুর বছরে একবার যা করেন ; আমাকে তা প্রায়শ করতে হয়। আমারও ভেতর তো এক আবহমান কুকুর বাস করে।
২৯.০৩.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।