আমাদের কথা খুঁজে নিন

   

আবহমান



অংকুরিত অক্ষরগুলোর লোভে ঝাঁকে ঝাঁকে কাক উড়ে আসে আমার খাতায় কাকতাড়ুয়া নয়, তীর ধনুক হাতে আলে বসা ঐ ভাইবোনকেই আজ এঁকে রাখি খাতায় তারাই দেখেছে দূর দূর ক্ষেতে কাকতাড়ুয়ার কাঁধে ঠোঁট ঘষে চলে দানাপুষ্ট আয়েসি কাক ধানের পুষ্ট শীষে একদিন বাতাস লেগে ঝনঝনিয়ে বাজবে অক্ষরগুলো অংকুরের মুখে রোদ ঢেলে দিনভর সূর্যটা ঢলে পড়ে রোজ সন্ধ্যায় তার শ্রান্ত লাল মুখে ছায়া ফেলে উড়ে যায় ঝাঁক ঝাঁক কাক ০৫.০৩.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।