আমাদের কথা খুঁজে নিন

   

আবহমান বাংলা

৪ মে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী সুকুমার পাল, শিল্পী তরুণ ঘোষ, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সিরো সাদুসিমা ও জাপান দূতাবাসের কর্মকর্তা কাওয়াকামি।
বাংলাদেশের চারুকলার আদি ধারাগুলোর অন্যতম পটচিত্র বর্তমানে বিলুপ্তপ্রায়। পটুয়া সম্প্রদায় ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। এই ধারার শিল্পীর সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

বর্তমানে বাংলাদেশে হাতেগোনা যে কয়েকজন শিল্পীর কাজে ঐতিহ্যবাহী পটচিত্রের প্রভাব লক্ষ করা যায় শিল্পী নিখিলচন্দ্র দাস তাদের মধ্যে অন্যতম।
পটের গান বিষয়টা কেমন, তা বোঝানোর জন্য পটের গানের শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছিল গ্যালারি জলরং। তাদের ডাকে সাড়া দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পটের গান পরিবেশন করতে নড়াইলের বাহিরডাঙ্গা থেকে আসেন শিল্পী অরুণ কুমার দাস, বিনয় কৃষ্ণ বিশ্বাস ও তাদের দল।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী তরুণ ঘোষ দুই বাংলার পটচিত্রের ঐতিহাসিক পরম্পরা বর্ণনা করেন।
বাংলাদেশের চারুশিল্পের ইতিহাসে গুরুস্থানীয় শিল্পী এস এম সুলতানের স্নেহধন্য শিল্পী নিখিলচন্দ্র দাস বলেন, “জীবনে যা দেখেছি সেগুলোই তুলে ধরেছি আমার ক্যানভাসে।


শিল্পী সুকুমার পাল বলেন, “আমি নিখিলকে অনেক আগে থেকে চিনি। সে খুব সাধারণ। সাধারণ শিল্প নিয়েই সে কাজ করছে-- যেটি পটচিত্র। জলরংকে ধন্যবাদ এরকম একটি আয়োজনের জন্য। ”
প্রদর্শনীটির তত্ত্বাবধান করছেন শিল্পী ও গবেষক শাওন আকন্দ।

চলবে ১৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।