আমি পৃথিবীর মঞ্চে অবাঞ্ছিত দর্শক, তবু কিছু কথা বলে যেতে চাই। আবহমান কালের সাক্ষী যে বাতাস তাকে শুধাই কি তোমার ব্যাস্ততা? কেন তোমার নির্জনতায় কীর্তণ? তাকে শুধাই কিসের এত বেদন? তবে তোমার কেন দীর্ঘশ্বাস? আবহমান কালের সাক্ষী যে আকাশ তাকে শুধাই কি তোমার বিশালতা? ভালোবাসা পেয়ে, পেয়েছ যে ব্যাথা লুকিয়ে রাখতে পেরেছ কি তা? তবে কেন তোমার এত সরলতা? আবহমান কালের সাক্ষী যে নদী আঁকাবাকা হয়ে তুমি সর্পিল জীবনের সাথে তবে কেন এত মিল? কখনও ভাঁটা কখনও উজান এ যেন সাক্ষী আবহমান।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।