আবহমান মানবী
শাফিক আফতাব...........
সোনালী গোলাপী ফল__ঠাসা ঠাসা রসুনের কোয়া, গোলগোল চাদেঁর জ্যোস্নার বিচ্ছূরণ
সব মিলে নারী তুমি__অপরূপ এক অনুপম বুনন
তোমার স্বর্ণলতা হাত, চোখে প্রথম সুপ্রভাত আর বুকের গঠন__দর্শনে ঘটে স্খলন
ভরপুর মেঘের__বৃষ্টি হবে বলে দখিনার শনশন।
পালকের স্পর্শে জাগো তুমি__ শিহরণে আহবান করো এক আদিম নদীর গানে
নদীর তীরে তীরে অনুভব আর পুলকের কাদা আর আনন্দের বিবিধ জলজ
তুমি ঋদ্ধ করো প্লূত করো__তোমার মদির সুবাসে প্রাণে
আসে এক শাশ্বত স্পন্দন আসে __তুমি হয়ে ওঠো অভাবনীয় কামজ।
নব ঘোরালই চোখের তারায় তোমার আসে পৃথিবীর রঙিন রঙিন দেশের দৃশ্য
তোমার কেন্দ্রে ভর করে আমি নিমিষেই ঘুরে আসি সমূদয় বিশ্ব
অকস্মাৎ গভীর রাতে তুমি তুলে ধরো সোনালী সোনার ফল
আর অমনি ঝরঝর পড়ে যেতে থাকে আদিম ঝর্ণার শুভ্র সজিব জল।
দেহ ঘিরে ভালোবাসা জমে থাকে__আমি ঘিরে থাকি তোমাকে ভালোবাসায় লতায়
বহুযুগের থেকে মঙ্গোলীয় মেয়ে তুমি এসে আমাকে ভরিয়ে দিয়ে যাও গীতিকবিতায়।
০৪.১১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।