আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গল গ্রহ নিয়ে নাসার নয়া ভাবনা

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে বরাবরই আশাবাদী বিজ্ঞানীরা। কত তাড়াতাড়ি সেখানে মানুষ পাঠানো যায় এ নিয়ে চলছে তোড়জোড়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার উদ্যোগ বেশ সাড়া জাগিয়েছে। দিন দিন মঙ্গল অভিযানের আরও সফলতার জন্য মরিয়া তারা। কিছুদিন আগেও ‘কিউরিসিটি’ নামের একটি রোবট যান মঙ্গলে পাঠিয়েছে তারা।

তবে শুধু মঙ্গল অভিযানেই সীমাবদ্ধ নেই নাসার কার্যক্রম। এবার নাসার হয়ে মঙ্গলে জীবনযাপনের সম্ভাব্য দৃশ্য ফুটিয়ে তুলেছেন দুই শিল্পী নিকোলাস কান ও রিচার্ড সেলেসনিক। তারা তাদের কল্পনা অনুযায়ী ফুটিয়ে তুলেছেন মঙ্গলের বাসিন্দা অ্যালিয়েনদের জীবনযাপনের চিত্র। এসব চিত্রের মধ্যে আছে অ্যালিয়েনদের জন্ম, শিশুকাল, যাতায়াত ব্যবস্থা, পৃথিবীর বাসিন্দাদের (নভোচারী) সঙ্গে তাদের সাক্ষাত ইত্যাদি দৃশ্য। এ ছাড়া মঙ্গলে গেলে ভবিষ্যতে মানুষকে কোন ধরনের বাধা অতিক্রম করে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে তাও উঠে এসেছে তাদের তৈরি ছবিতে।

কান বলেন, ‘আমরা মূলত ভবিষ্যত মঙ্গল অভিযানে মানুষকে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ’ ঘটনা কাল্পনিক হলেও ছবিতে সত্যিকারের মঙ্গলের ভূমির ছবি ব্যবহার করা হয়েছে। ছবিগুলো মহাকাশযান থেকে তোলা। সূত্র ডেইলি মেইল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।