আমাদের কথা খুঁজে নিন

   

রাতের শহর

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

রাতের শহরে দেখার সীমানা ভেঙে ঢুকে পড়ো সবুজ দস্তানায়, ঠেলছে ক্ষয়ে যাওয়া আলো গোপন করোনা নিশ্চুপ গলিতে খুলে ফেলো তোমার দেহ। হাড়ের শব্দে কুঠারে জ্বলে ওঠে বন্যতার করতালি মনো জঙ্গলে উড়ে যাওয়া পাখিটারে বেঁধোনা বেঁধোনা পিঠের আকাশে উড়াও একাকি হর্ষ কৌমের ধুলো। হারিয়ে গেছে যে প্রতিবেশি যেসব আয়নায় ভাসছে নদীর মুখ অবুঝ দস্তানায় স্পর্শ তুমি রাখো। মঙ্গল সন্ধ্যা ডুবে গেছে কবে ফিরে আসবে না কখনো হয়তো সূর্যাস্তের সিঁড়ি, এলায়িত করিডোরে ডেকো না আর জানালার শিকে স্বপ্ন ঝুলিয়ে নিজেকেই নিজে দেখো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।