অন্ধকার আসলে রাত হয় জোনাকিরা রাতের হাটে ব্যবসা করে তবু রমনা পার্কের নিশিকন্যারা সকালকে ভয় করে চলে। রাত আসে রাতের রূপ ধরে কেউ ঘুমায় কেউ জেগে থাকে রহিমুদ্দিনের চায়ের কাপের শব্দের ফাঁকে চাপা পড়ে যায় ফুটপাতে ভূমিষ্ঠ শিশুর আর্তনাদ। এই রাতেই চলে রঙ্গ-লীলা যুবতী হাত ধরে পালায় যুবকের সাথে এতদিনেও কি রাত আর কুমারী আছে? বউ মরা বুড়োটা টাকা জমায় ফুর্তির আশায়। রাতের কোন জাত নেই! যখন যার তখন তার, বার বার বুকের ওড়নাটা সরে যায় আর তখনই ভোর হয় আলোকিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।