আমাদের কথা খুঁজে নিন

   

রাতের উপর কি রাগ করা যায় ?

আমার চিন্তাভাবনা

রাতের উপর কি রাগ করা যায় রাত যে বড় খেয়ালি তারার সাথে যোগবিয়োগ হিসেবটা বড় হেয়ালি নিষেধ যত করো আমায় তোমায় যাবনা ভুলে দূরে থেকেও রাখবো প্রাণে তুলে একঘেয়ে সব দিন শেষে একলা রাত আসে চাঁদের আলো আমার সাথেই দুঃখ মেখে হাসে প্রতীক্ষার সাথে নিত্য ঝগড়াঝাটি শেষে ক্লান্ত রাত একসময় ঘুমিয়ে পড়ে নীয়ন আলোর হলুদ চাদর মুড়ি দিয়ে রাতের সাথে লুকোচুরি অল্প কিছু আলোর তারায় আমার সঙ্গী হয় ন্যাওটা সময় কাটে ভালোই রাতের উপর কি রাগ করা যায় রাত যে বড় খেয়ালি তারার সাথে যোগবিয়োগ হিসেবটা বড় হেয়ালি নিষেধ যত করো আমি তোমায় যাবনা ভুলে দূরে থেকেও রাখবো প্রাণে তুলে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।