আমাদের কথা খুঁজে নিন

   

রাতের গান

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

মাওলা রাত্রী সাজাইছে মাওলা রাত্রী সাজাইছে রাত্রীর প্রেমে পাগল কইরা বাউলা বানাইছেরে মাওলা বাউলা বানাইছে। আন্ধার রাত্রীর বড় মায়া কে তুমি, আমি দেখি কার ছায়া বল কোন জাদুতে তোমার প্রেমিকযুগল দেহে ঝড় তুইলাছে ও সে লজ্জা ভুইলাছে ও সে কোন মজা লুটিছে । পাগলা রাত্রী বানাইছে রাত্রীর টানে দার খুলিয়া ঘুমের চোখে তালা দিয়া খা খা আন্ধারের নেশায় দিলের দেরাজ খুইলাছে ও সে স্নান করাইছে আন্ধারে স্নান করাইছে। পুংটা রাত্রী বানাইছে তারার ঝাড় বাতি দিয়া আসমান সাজাইছে শালায় রাত্রী জ্বালাইছে ও সে খেলা জমাইছে। বনের ফাঁকে ডাকে পাখি ঢালে সুরা কোন সে সাকি ঝিঝির গানে মাতাল আঁখি অন্ধ হইয়াছে রে পাগলা রাত্রী বানাইছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।