রাতের শেষ সময়
-আকাশ রেহমান
বাইরে প্রচন্ড হাওয়া বইছে,
রাতের এই স্নিগ্ধতায় হয়তো সবাই ঘুমিয়ে গেছে,
তবু কেন যেন মনে হয়,
এই শহরের কোন জানালার পাশে,
নয়তো কোন বারান্দার টবে দাড়িয়ে,
হয়তো কোন অতি পরিচিত একজন,
আনমনে এখনও রাতের তারা দেখছে।
চোখ দুটো আজ তার কান্নায় ছলছলে,
হয়তো মনে মনে বলছে,”কেমন করে পারলে?”
হাজারো উত্তরহীন প্রশ্ন তার মনে,
তবু আজ সে একটা কথাই জানে-
“তুমি এখন অনেক দূরে,
ঐ আকশের তারা গুলোর ভীড়ে,
হয়তো আজও দেখছ আমায়,
রাতের এই শেষ সময়ে।”
http://www.helenclub.webs.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।