আমি বাসবোনা ভাল তাকে সে আমার নেই সে আমার বিবর্ণদিনের ধূসর ইতিহাস হয়ে থাক আজন্মকাল যেবা ছিল স্মৃতিপটে সব স্মৃতি মুছে যাক। আমি ডাকবোনা তাকে আর, সে অনেক দূরে সে যদি কোন মেঠোপথে হাটে,আমি হাটবোনা সে যদি ফুলের সুবাশ হয় আমি হবো অনাকিষি আমি তাকে আর কভূ ডাকবোনা বলবোনা ভালোবাসি। শ্রাবণের মেঘ হোক হোকনা সে চাদ তবুও এ আধারেই রবো;জাগাবোনা ভালোবাসার সাধ। অযোদ্ধ্যাতে যাক সে আমি যাব কালকিনি আমি ভুলে যাব তাকে ভালোবাসবোনা কোন দিনই। জাজাফী এস এম হল ঢাকাবিশ্ববিদ্যালয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।