আমাদের কথা খুঁজে নিন

   

কতগুলো লাশ হলে তাকে নারকীয় বলা যায়? তাকে ধিক্কার দেওয়া যায়?

"থিংক দ্য ইয়্যুথ, থিংক দ্য ন্যাশন" এক-দুই-তিন-চার-....একশত-দুইশত... কতগুলো লাশ হলে তাকে নারকীয় বলা যায়? তাকে ধিক্কার দেওয়া যায়? দ্রোহ কণ্ঠে বলা যায় বন্ধ কর এ নারকীয়তা? আমি সে হিসাবে যেতে রাজি নই। যদি একটিও হত্যা হয়- আর সে লাশটি যদি হয় আমার ভায়ের, আমার বাবার বা আমার সন্তানের সে পরিবারটিই শুধু বুঝবে কতটুকু গেল, কতটুকু ক্ষতি হলো। আমাদের নেতা নেত্রীরা, ণীতি নির্ধারকেরা একবার শুধু চিন্তা করুন- যদি মাত্র(!) একটি লাশ পড়ে, আর তা যদি হয় জয় বা তারেকের (আল্লাহ্ আমাদের হেফাজত করুন) তবে কি আপনারা গুনতে থাকবেন একটি লাশ পড়লো... দুইটি লাশ পড়লো...? কী অনুভূতি হবে আপনাদের? আপনারা কি সহ্য করবেন? আপনারা কি মনে করেন আপনাদের চেয়ে আমাদের সন্তানের মায়েদের ভালবাসা কষ্ট, হারানোর বেদনা কম? একথা বুকে হাত দিয়ে বলবার সাহস নিশ্চয়ই কারোর নেই। তাহলে বন্ধ করুন এ মরণ খেলা। বন্ধ করুন লাশ গোনার রাজণীতি। যারা মারা গেল (সে যেই হোক) একবারও কি থোঁজ নিয়েঁছেন তাদের পরিবারের কী অবস্হা? পত্রিকায় কি তা নিউজ হয়েছে? এসব মায়েদের (বাবাদের কষ্ট নিয়ে কেউ ভাবে না) কষ্ট, সব হারানোর শূন্যতা, একবার আমলে আনুন দয়া করে। বন্ধ করুন এ হত্যার রাজণীতি। বন্ধ করুন এ হাহাকারের রাজণীতি। বন্ধ করুন এ প্রতিশোধের রাজণীতি, প্রতিহিংসার রাজনীতি- যদি আপনারা মানুষ হয়ে থাকেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।