পথিক আমি হারিয়েছি পথ । যখন তুমি চলে গেলে মৌন ছিলাম আমি,
তোমার কাছে শুনিনি কিছু, জানাওনি কিছু তুমি ।
একাই ছিলে পুকুর পাড়ে বকুল ছায়াতলে,
গোসোল সেড়ে সবাই তখন বাড়ি গেছে চলে ।
তারা ডেকে বলে আমায়, " আয় সখা বেলা যায়",
এখানে কেন তুই থাকবি বসে কিসের মায়ায় ।
বাতায়ন খুলে দেখিনু তোমায় যখন তুমি এলে,
বল্লে কথা ক্লান্তচিত্তে নিদ্রাহীন আখি মেলে ।
পিপাসায় পথিক ক্লান্ত তুমি, বল্লে আমায় খুলে,
কলসি থেকে পানি এনে দিলাম মুখে তুলে ।
বকুলের গন্ধ বাতাসে ভাসে, কোকিল গায় গান,
তোমার মুখে উঠলো ফুটে পল্লীগীতির তান ।
তুমি যখন জিজ্গেসিলে কিবা তোমার নাম,
হেসে হেসে বললাম আমি নাম দিয়ে কি কাম ।
তোমার মুখে পেয়েছি দিতে একটু ঠান্ডা জল,
এইটুকু মোর শান্তনা হোক, থাকুকনা সম্বল ।
এম আর রহমান ।
হাবিপ্রবি , দিনাজপুর । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।