আমাদের কথা খুঁজে নিন

   

একটুখানি ক্ষ্যাপা...

মায়ের নামে যদি একটা দেই গালি মারবে তুমি জিদানমার্কা ইয়া ঘুষি ! দেশমাতাকে লম্পটকিছু প্রতিক্ষণ ধর্ষণ করছে- তাতে তুমি আমি সবাই নির্বিকার ! যদি তোমার ধর্ম নিয়ে একটা কথা বলি, যদিও তুমি ধর্ম মান কি না জানি না- তুমি মিছিলে মিছিলে ধর্মের গোষ্টি উদ্ধার করবে; কিন্তু যখন নিজের বিবেক ধর্মগুলো দিন দিন কমে শূন্যের কোঠায় যায়- তখন তুমি নিজেকেই নিয়ে ভাব- অন্যকিছু ভাবার সময় কই ! যদি বলি পুড়িয়ে দিব সকল গাড়ী, সকল বাড়ী, অর্থ সম্পদের অবৈধ পাহাড়, তুমি তখন ব্যক্তি স্বাধীনতা আর গনতন্ত্রের কথা বলে আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবে ! আমি ক্ষ্যাপাতে চাইনি কাউকে- কেবল বলছি সবাই সবাইকে একটুখানি ক্ষ্যাপা... যদি তারপরেও কিছু হয় দেশটার !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।