আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে.......এ জীবন পূণ্য কর..... এ জীবন পূণ্য কর.... এ জীবন পূণ্য কর দহন দানে...... আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...... যদি কখনও দেখা হয় তোমাতে আমাতে; একটুখানি সময় দেবে তো?? ভয় পেয়ো না, বেশিকিছু চাইবো না, বন্ধুর মতো তোমার পাশে একটুখানি হাঁটবো; খোলা প্রান্তরে, দুজনে পাশাপাশি বসে- অস্তগামী সূর্যটার দিকে তাকিয়ে থাকবো। কথা বলতে বলতে একটুখানি মিষ্টি মিষ্টি দুষ্টামি; একটুখানি খুনসুটি করবো। কোন জোর নয়, কোন জবরদস্তি নয়, আপনা থেকে কোন চাওয়া নয়, যেটুকু মন থেকে দেবে সেটুকুই দুহাত ভরে নেব। কখনও যদি দেখা হয় তোমাতে আমাতে; একটুখানি সময় দেবে তো??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।