আমাদের কথা খুঁজে নিন

   

একটুখানি আত্মকথা...।

লক্ষ্যহীন জীবন, তবু ছুটে চলাই নিয়োতি, এটুকুই আমি। তখন বিশ্ববিদ্যালয় জীবনে সবে প্রবেশ করেছি। একদিন এক বড় ভাই, ধরি তার নাম কামাল, একদিন ফেসবুকে স্ট্যাটাস দিলেন; "কামাল ইজ নাউ আ গ্রাজু্য়েট অফ ডিইউ। " ভাই এর এই স্ট্যাটাস দেখে তখন থেকেই আমার একটা শখ ছিল যে আমার স্নাতক শেষ হলে আমিও একই স্ট্যাটাস দিব। এখন আমার স্নতক শেষ।

স্নাতোকত্তর(পোস্টগ্রাজুয়েসন/মাস্টার্স) এর ক্লাশও চলতেছে অনেকদিন। কিন্তু আমি এখনো ঐ স্ট্যাটাসটা দেইনি। আমার ভাবতেই খারাপ লাগে যে আর মাত্র অল্প কিছু দিন এই ক্যাম্পাসে আছি। টিএসসি তে বসে সারারাত আড্ডা আর খুব বেশি হবেনা। ব্যাস্ততা ও অনেক বেড়ে গেছে, হ্য়তো আরো বাড়বে।

কিন্তু এই জীবনটা ভালোলাগতেছেনা। ইচ্ছা হচ্ছে আবার ফিরে যাই প্রথম বা দ্বিতীয় বর্ষের বাধ ভান্গা সময়ে। হলের ছাদে মাঝে মাঝে একা বসে ভাবি; ''ইসস্....যদি পারতাম ফিরে যেতে আবার শুরুতে..........। " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।