If the sun comes up and I'm not home, be strong. If I'm not beside you, do your best to carry on. Tell the kids about me when they're old enough to understand, Tell them that their daddy was a good man. বিশ্বের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান দু’টির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, পেটেন্ট এবং অন্যান্য বিষয় নিয়ে চলমান বিবাদের মীমাংসা করতে পর্দার পেছনে আলোচনায় ব্যস্ত গুগল চিফ এক্সিকিউটিভ ল্যারি পেইজ এবং অ্যাপল সিইও টিম কুক। খবর রয়টার্স-এর।
গোপন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, অগাস্টের শেষ সপ্তাহেই ফোনে আলোচনা করেন পেইজ এবং কুক। প্রতিষ্ঠান দু’টির মধ্যস্তরের অফিশিয়ালদের মধ্যেও চলছে আলোচনা। রয়টার্স আরো জানিয়েছে, শুক্রবার মুখোমুখি আলোচনায় বসার কথা ছিলো পেইজ এবং কুকের।
তবে অজানা কারণে পিছিয়ে দেয়া হয়েছিল সেই মিটিং।
জনপ্রিয় মোবাইল ফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নির্মাতা গুগল। আইফোনের অপারেটিং সিস্টেম নকল করে গুগল অ্যন্ড্রয়েড বানিয়েছে, এমন অভিযোগ করেছিলেন অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। স্যামসাংয়ের বিরুদ্ধে অ্যাপলের জয়ের পর থেকেই পেটেন্ট বিবাদের মীমাংসা করতে আলোচনার পথ খোলা রেখেছে অ্যাপল এবং গুগল।
প্রতিষ্ঠান দু’টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে জানা গেছে, অ্যান্ড্রয়েডের ফিচার এবং বেসিক ফাংশন নিয়ে একটি মীমাংসায় আসতে পারেন পেইজ এবং কুক।
তবে পেইজ এবং কুক অ্যান্ড্রয়েড ছাড়া অন্যান্য বিষয় নিয়ে কোনো মীমাংসায় আসবেন কিনা তা এখনও পরিষ্কার নয় বলেই জানিয়েছে রয়টার্স।
অ্যাপল বনাম গুগলের লড়াইয়ে সর্বশেষ, অ্যাপল তাদের পেটেন্ট করা ডিজাইনের অপব্যবহার করছে বলে মার্কিন ট্রেড কমিশনে অভিযোগ করেছে গুগলের মালিকানাধীন মটোরোলা মোবিলিটি।
সুত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।