আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের আট শীর্ষ নেতার সঙ্গে জয়ের রুদ্ধদ্বার বৈঠক

তরুণদের প্রতি আগামী নির্বাচনে মেধাবী ও যোগ্য নেতৃত্ব দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। তিনি দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে পুনরায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'অসমাপ্ত বিপ্লব' শেষ করতে হবে।

গতকাল দুপুরে চট্টগ্রাম ক্লাবে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগ সভানেত্রীর প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয় বলেন, তরুণরা কী ভাবছে তা জানতে তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে আমি এসেছি। আমার মেসেজ হচ্ছে তরুণদের কানেক্ট করা।

আমাদের তরুণদের প্রত্যাশা হচ্ছে দেশ যাতে পিছিয়ে না যায়, দেশ যাতে এগোতে থাকে। তারা চায় সন্ত্রাসমুক্ত একটি গণতান্ত্রিক দেশ। তারা চায় আয় বাড়াতে, যাতে একটা চাকরি পায়।

এর আগে সকালে তিনি চট্টগ্রাম ক্লাবের মিনি কনফারেন্স রুমে চট্টগ্রাম আওয়ামী লীগের শীর্ষ আট নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এতে দলকে আরও সংগঠিত করা, হেফাজতের অপপ্রচারের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাফল্য ঘরে ঘরে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে প্রচারের তাগিদ দেন জয়।

সকাল ১০টা থেকে প্রায় পৌনে ১ ঘণ্টার বৈঠকে চট্টগ্রামে দলের অবস্থান জানতে চেয়ে জয় বলেন, ভোটারদের ম্যান্ডেট নিয়েই ফের ক্ষমতায় আসার সর্বাত্দক প্রস্তুতি নিতে হবে। বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র এ বিএ ম মহিউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম এবং দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান অংশ নেন। তবে মহানগর থেকে উপস্থিত ছিলেন পদ-পদবির বাইরে থাকা দলের প্রভাবশালী নেতা আ জ ম নাছির উদ্দিন।

বৈঠকে জয় বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। দলকে আরও সুসংগঠিত করে সব অপপ্রচারের জবাব দিতে হবে।

বর্তমান সরকারের উন্নয়ন কাজগুলো মাঠ পর্যায়ে প্রচার করার বিকল্প নেই। এ ক্ষেত্রে মিডিয়ার ইতিবাচক ভূমিকা নিশ্চিতে প্রত্যেক নেতাকে উদ্যোগী হতে হবে। চট্টগ্রামের নেতাদের কাছে জয় সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় নেতারা নিজেদের মতামত তুলে ধরেন।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, শহরে প্রযুক্তির মাধ্যমে আর গ্রামে ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র জয়।

বৈঠকের অন্য এক সূত্র জানায়, বিএনপি-জামায়াত ও হেফাজতের অপপ্রচার এবং ধ্বংসযজ্ঞ-কর্মকাণ্ডের বিরুদ্ধে মিডিয়ার কাঙ্ক্ষিত ভূমিকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। গণমাধ্যমের সঙ্গে সম্পর্কোন্নয়নের তাগিদ দেওয়া হয় বৈঠকে। নেতারা জয়কে চট্টগ্রামে একটি জনসভা করার জন্য অনুরোধ জানান। এতে জয় সম্মতি দেন। শীঘ্রই চট্টগ্রামে জনসভার তারিখ ঘোষণা হবে বলেও জানান বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

এদিকে দুপুরে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সজীব ওয়াজেদ জয়। চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে 'লেটস টক' শিরোনামের এই মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নামে একটি প্রতিষ্ঠান। এতে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। জয় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় শেখ রেহানার পুত্র রেজওয়ান সিদ্দিক ববিও উপস্থিত ছিলেন।

জয় বলেন, বিরোধী দলের কারণেই জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ ওরা মুখে বলে সংলাপের কথা, কিন্তু সংসদে যায় না। কথা বলার প্রকৃত স্থান হলো সংসদ।

অনুষ্ঠানে জয় সাংবাদিকদের বলেন, আমরা যদি এগোতে চাই, তাহলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। গত সাড়ে চার বছরে দেশে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো দিন তা হয়নি।

তিনি বলেন, বিএনপির পাঁচ বছরে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল- সন্ত্রাস, বোমা হামলা। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও সেই কালো দিনে ফিরে যাবে। আমরা সেই কালো দিনে আর ফিরে যেতে চাই না।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.