আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষার জলে

আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা... রাতের আধারে মিলিয়ে যায় সব স্বপ্নগুলো যত কল্পনা মনের আল্পনা যত আছে সব, খুজে ‍দেখি আছে নাকি খানিক অংশ- মুখরীত স্বপ্নে জাগ্রত হবে স্বপ্নদের কলরব। সব মুছেগেছে বর্ষার জলে ঝরা বৃষ্টির ফোটায়, শুকনো পাতার মত ঝরেগেছে স্বপ্ন হলুদ পাতার বোটায়। কাঠালের পাতার মত ঝরেগেছে স্বপ্নগু‍লো- তবুও আমি নিশ্চুপ প্রহর গুণি, আশাহীন পথে খুজে ফিরি আলো; স্বপ্নের বীজ বুনি। জাগ্রত হই ‍নব চেতনায় নতুন প্রভাত বেলা, স্বপ্নহীন পথে ফিরে যায় আশা শব্দরা করে খেলা। অবহেলার ‍চোখে কেটে যায় পথ; মুছে যায় ইতিহাস- ঝরা অশ্রুরা প্রতিবাদ করে, করুণ দীর্ঘ শ্বাস। তবুও স্বপ্নের আল্পনা আঁকি নতুন কোন রাতে, মুছে যায় তা অশ্রু বিন্দুর শোকের জাগা স্রোতে- তবুও থামেনা হৃদয় ক্রন্দন শান্তমনের ঘরে, আসবে বিজয় প্রতিক্ষার প্রহর নতুন কোন ভোরে। আশাহীন পথে খুজে ফিরি আশা, খুজি স্বপ্ন নব রত্ন মনের জাগা ভাষা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।