নাদিয়া জামান বর্ষা মানেই টাপুর টুপুর বৃষ্টি ভেজা অলস দুপুর গ্রাম্য মেয়ের দুষ্টু পায়ে ছন্দ ভরা রূপার নূপুর। বর্ষা মানেই মেঘলা আকাশ ঝড় তুফান আর দমকা বাতাস মাঝ নদীতে ছোট্ট ডিঙ্গায় তরুণ মাঝির একটু হুতাশ। বর্ষা মানেই নরম মাটি বগল দাবা জুতার পাটি খালি পায়ে আঙ্গুল টিপে রাখাল বালক ফিরছে হাঁটি। বর্ষা মানেই ঘরের দাওয়ায় পুথি পাঠ আর পানের আসর কিংবা কোন গ্রাম্য বধূর নকশী কাঁথায় সুইয়ের আঁচর। বর্ষা মানে ব্যাঙের ডাক আর সন্ধ্যা বেলায় ঝিঝির আলো কুপি জ্বেলে দাদুর কাছে - ''মামদো ভূতের গল্প বলো।'' বর্ষা মানে বিশাল আকাশ রোজ হয়ে যায় অভিমানী কালো মেঘের চাদর মুড়ে কেবল ফেলে চোখের পানি। আষাঢ় শ্রাবণ এই দু মাসে বৃষ্টি নিয়ে বর্ষা আসে, খাল-বিল আর নদীর দু'কূল সব কিছু হায় জলে ভাসে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।