কদম একটি ফুলের নাম। কদম বর্ষার ফুল, ভালবাসার ফুল। এই ফুল আছে আবেগে, অভিমানে, বিষন্নতায়। আমার সব সময় মনে হয় কদম বিষন্ন ফুল।
আমি প্রথম একটা গান শুনি ফেরদৈসী রহমানের গলায় - ' প্রাণসখীরে...... ঐ শোন, কদম্ব তলে বংশী বাজায় কে................... বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে ? '
তখনো আমি জানতাম না, কদম্ব এবং বংশী শব্দের অর্থ।
পরে এই কদম গাছ লাগাই আমাদের পুকুর পাড়ে।
কদম ফুল যখন থোকায় থোকায় ফুটে থাকে তার ছায়া পুকুরের পানিতে দেখতে অদ্ভুত লাগত! লাগত এই জন্য তখন ওদিকে অনেক রোদ ছিল। এখন গাছের সংখ্যা বেড়ে গিয়েছে তাই কেমন এক ছায়া ছায়া সমাহিত ভাব।
কোন এক দুর্ঘটনার কারণে আমরা এখন কেউ আর পুকুর পাড়ে যাই না...... কিন্তু ফুল পাড়তে বাঁধা নেই কোন।
যখন একটানা বৃষ্টিতে অলস সময় কাটে তখন কেন যেন কদম ফুলকেই কাছের কিছু মনে হয়।
কুদম ফুলের স্পর্শে যেন অনেক কিছু পাওয়া হয়ে যায়।
কদম ফুলের সুবাস খুব ভাল না হলেও এটি প্রচলিত বর্ষার প্রথম কদম ফুল নামে।
বাদল দিনের প্রথম কদম ফুল করিছ দান একটি জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত।
'প্রাণসখীরে, ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে..................... বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে ?
আমার বেণি খুইলা দিমু তারে আইনা দে '
কেমন একটা আকুলতা গায়কীতে ! এমন করে আমরাই গাইতে পারি !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।