গৃহে থেকেও আমি যেন গৃহত্যাগী তুমি আমার রোদেপোড়া দিন তুমি আমার বৃষ্টিধারা তুমি আমার মেঘের ধ্বনি আমি তোমার সর্বহারা। আমি তোমার গ্রামের ছায়া সরুপথের একটি পাশে বসে আছি বৃষ্টিবিহীন বৃষ্টিঝরা শ্রাবনমাসে। কখন তুমি আসবে,কখন কখন তোমার পড়বে মনে তোমার নামে গান লিখেছি তোমার নামে,খুব গোপনে। এ গান আমার পাঠাতে চাই পাঠাতে চাই তোমার হাতে গান যে আমার গুমরে মরে একলামেঘে বর্ষারাতে। গানটি আমার বৃষ্টিফোটা টলায়মান পদ্মপাতায় টাপুর টুপুর ফিরছে বাড়ি স্কুলের থেকে সেলেট মাথায়। এখন তুমি আর আসো না গ্রাম দিয়েছে ত্যাজ্য করে এখন শুধু মেঘ করে আর বৃষ্টি পড়ে,বৃষ্টি পড়ে। কবিতাঃ বর্ষারাতে কবিঃ রামচন্দ্র পাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।