শাফিক আফতাব.............. কামনার ঘ্রাণে ভেজা বাতাস, বৃষ্টির জলে ভেজা অন্ধকারে প্রেয়সী নিবিড় হলো- জলবতী মেঘ অঝোর বর্ষণ ভরাতে থাকলো খাল-নদী-বিল আর প্রান্তরের কান্দর, জলের ভারে আষাঢ়ের নদী উপচে পড়ে হলো ছলোছলো- আহা কেমন পেলব আর মোহবতী হলো আজ আমার সুন্দর। সদ্য ফোটা গোলাপের মতো টাটকা ঘ্রাণের প্রবলতায় তুলে তার সমূহবিকাশ ডাইনিং টেবিলে যেন টাটকা ফল আর ভোজনের হরেক খাবার- তোমাকে দেখে ফুটে উঠে আমার প্রাণের প্রকাশ, উষ্ণিত হয় শ্বাস ; চোখে মুখে ঠোটেঁ আর দেহলতার ভারে নুয়ে পড়ে রস নান্দনিকতার। এই বর্ষায় তুমি কেমন মসৃণ আর আলতো অনুভবের পুলকের পশরা নিয়ে সাজানো বধুঁর মতোন উপবিষ্ট হলে মম রাজপ্রাসাদের রাজসিংহাসনে তোমার জলবতী জলের ধারায় পেলাম প্রেম, আনন্দ গা ভাসিয়ে। স্বর্গবতী অপরূপ রূপবতী তুমি, তুমি আনন্দ দিলে আঁধারের ভিতরে রণে। জলের ধারায় তুমিও আজ খুলে দিলে তোমার আদিম প্রপাত ; আকাশে চাঁদ নেই, জলবতী মেঘ, সারারাত আজ যেন মোহনমধুর বৃষ্টিপাত। ০৩.০৭.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।