"আমি সবচেয়ে সুখি মানুষ" প্রথমে ব্যবহার করতাম বাংলালায়ন আনলিমিটেড ৫১২ kb/s ১৪৩৮ টাকা। কিন্তু ওদের কাস্টমার কেয়ার এর অবস্থা খুব খারাপ । দিলাম বাদ নিলাম কিউবি ৫১২ kb/s ১২GB এ মাসে বিল আসছে ১২৩৩ টাকা। "সবচেয়ে বড় সমস্যা হল এরা যে আনলিমিটেড দেয় সেটাও লিমিট" এবার বলেন তো কি করি ? Youtube এ ডুকতে ভয় লাগে। আর মিনিটে মিনিটে মেগাবাইট দেখি আমি আবার oDesk এ কাজ করি তাই প্রায় সময় অনাইনে থাকতে হয়, তা ছাড়া banglalion/qubee তে লিনাক্স ব্যবহার করা খুব কঠিন। এখন তাহলে আমি কি করবো Brodbrand নিলে কি ভালো হবে! আমার ইমেইল এদ্দ্রেসসঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।