কোনটা নেবে কোনটা?
হাজার টাকার পণটা নাকি
আমার সবুজ মনটা-
কোনটা নেবে কোনটা?
আমার আছে শ্যামল ছায়া
গহীন বুকে ভীষণ মায়া
লক্ষ তারার স্নিগ্ধ হাসি
জোৎস্না রাতে সুরের বাঁশী
কাব্য পাঠের ক্ষণটা-
কোনটা নেবে কোনটা?
আছঁড়ে পড়া সাগরের তীর
শান্ত সকাল সন্ধ্যা নিবিড়
কিচির মিচির পাখ-পাখালী
খেয়া মাঝি আর রাখালি
সবুজ শ্যামল বনটা-
কোনটা নেবে কোনটা?
আমার আছে সবুজ পাহাড়
ফুলের হাসি পাতার বাহার
নীল আকাশে মেঘের ভেলা
শিশির ভেজা ঘাসের খেলা
দুঃখ ভোলার ক্ষণটা-
কোনটা নেবে কোনটা?
কোনটা নেবে কোনটা?
হাজার টাকার পণটা নাকি
আমার সবুজ মনটা-
কোনটা নেবে কোনটা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।