আমাদের কথা খুঁজে নিন

   

কথাগুলো কোনটা নিজের কোনটা পরের তা কিন্তু জানি না!

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ফেরিঅলা। এই চেতনাকে ভোটের বাজারে বেচে আবারো ক্ষমতায় যেতে চায় তারা। মুক্তিকামী জনতার এমন অভিযোগ আগেই ছিল। এবার বলা হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচারে টালবাহানা করছে, যতটুকু করেছে জনগণ ও গণজাগরণ মঞ্চের চাপে করেছে, যুদ্ধাপরাধীদের বাঁচাতে নীল নকশা প্রণয়ন করছে, নাটক সাজাচ্ছে সুকৌশলে, জাতিকে ধাপ্পা দিচ্ছে আওয়ামীলীগ। কেউ কেউ ধারণা করছেন, যুদ্ধাপরাধের বিচার করার ইচ্ছা ও ক্ষমতা কোনটাই আওয়ামী লীগের নেই।

এই ধারণার স্বপক্ষে তাঁরা যুক্তি দেখাচ্ছেন, সুপ্রিম কোর্টের আপিল নিষ্পত্তির নামে যুদ্ধাপরাধীদের বিচারের রায়গুলোকে এজন্যই ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। বাম ঘরানার কারো কারো মতে, জামাত-লীগের গোপন সমঝোতার কারণেই কাদের মোল্লার ফাঁসি হয়নি। আর এই সংক্ষুব্ধতার ওপর ভিত্তি করেই গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। যুদ্ধাপরাধীদের সঠিক বিচারের দাবিতে এ মঞ্চ তাই যুগান্তকারী আন্দোলনে মেতে ওঠে। মুক্তচিন্তার ধারক-বাহকদের অনেকেই মনে করছেন, মানবতাবিরোধীদের বিচারপ্রার্থী এক কোটির অধিক স্বাক্ষরসম্বলিত ৬ দফা দাবির বার্তার মাধ্যমে হুঁশিয়ারি প্রদান করলেও সরকার বিষয়টিকে তেমন আমলে নেননি।

বরং ভেতরে ভেতরে শাহবাগবিরোধী মনোভাব গড়ে ওঠে সরকারের। রাজনীতিসচেতন 'অরাজনৈতিক' অনেকের মতে, যুদ্ধাপরাধীদের বিচারে সরকার ধানাই-পানাই চালাতেই পারে। কেননা তারা শুধু মুখেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, অন্তরে ধারণ করে না। মুক্তিযুদ্ধের চেতনা তো ন্যায় ও মানবতারই চেতনা। সেই চেতনার সাথে বর্তমান আওয়ামী লীগের ব্যবধান বাড়ছে।

তথাকথিত অতিনিরপেক্ষ বিজ্ঞগণ এমনও বলেন যে, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে বিএনপি-জামায়াত-হেফাজতের হরতালের ফাঁদে পড়েছে সরকার। হরতালে বিচারপতি কিংবা আসামিপক্ষের আইনজীবী কোর্টে যাচ্ছেন না। বিচার বিলম্বিত হওয়ার কারণ হিসেবে কেউ কেউ আইনের দুর্বলতাকেও দায়ি করছেন। এরই মাঝে কাদের মোল্লার আপিল নিষ্পত্তির ৬০ দিনের সীমা অতিক্রান্ত হয়েছে। এরপর কী হবে কে জানে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.