যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
কিছু ব্লগার আছেন যারা তাদের ব্লগে যে কোন মন্তব্য তাদের মনমতো না হলে মুছে দেন। যুক্তিতে পরাজিত হলে ব্লক করেন। সেটা করার অপশন অবশ্যই ব্লক কর্তৃপক্ষ দিয়েছে।
আজও একজন উনার পোস্টে আমার একটা মন্তব্য মুছে দিয়েছেন। উনার অভিযোগ উনার সাথে আরেকজন আলোচনায় আমি "বাম হাত" দিয়েছি।
মনে হয় সেখানে ডান হাত দিলে আমার কমেন্টটা টিকতো। কিন্তু "ডান হাত" কিভাবে দেব বুঝতে পারছি না।
পাবলিক ফোরামে প্রাইভেট আলোচনা করা কতটা সৌজন্যতা সেটা অবশ্য উনারা ভাল বলতে পারবেন।
উনাদের এক শিষ্য একই কাজ করে। যখনই কোন যুক্তিতে হেরে যায় - তখন মন্তব্য মুছে ব্লক করে।
পরে একসকালে হটাত আনব্যান করেন।
উনাদের লীলা বুঝা বড় দায়।
যে বিষয়ে কমেন্ট ছিল তা হলো জামাতের অস্তিত্ব নিয়ে। উনি বলছেন - জামাতের অস্তিত্ব ধ্বংস করা যাবে না।
আমি বললাম - জামাতের অস্তিত্ব ধংস বা নিমূল করার চিন্তা বা আলোচনা কেহ করেছে বলে আমার জানা নেই।
সমস্যা হলো জামাতের ভিতরে বসে থাকা ঘাতক/দালালরা। আজ জামাতকে রাজাকার মুক্ত করুন ..তা হলে জামাত আরো দশটা ইসলামি দলের মতো রাজনীতি করবে। কোন সমস্যা দেখছি না।
এটাই ছিল মোটামুটি কমেন্ট...সেটা কি "বাম হাতের" কাজ কিনা বুঝতে অপারগ।
"ডান হাত" আর "বাম হাত" বিষয়টা কেহ বুঝলে দয়া করে বুঝাবেন কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।