মোরগী শাহ’র মাজার গোদাগাড়ী রাজশাহী’র পানিহার গ্রামে হওয়া উচিত: ১ম কারন হল এর পুর্বে আর কোন মোরগের কণ্ঠে আল্লাহ জিকির কেউ শুনেন নাই । সিরাজগঞ্জের কুন্দইল গ্রামে - মোরগের কণ্ঠে আল্লাহ জিকির ২য় কারন হল, তাড়াশ, সিরাজগঞ্জের কুন্দইল গ্রামের মোরগটা ভন্ড কারন সে জানতো তাকে তিশি খালি ঘাসিয়া দেওয়ানের মাজারের জন্য মানত করা মোরগ । সিরাজগঞ্জের কুন্দইল গ্রামে - মোরগের কণ্ঠে আল্লাহ জিকির ঘাসিয়া দেওয়ানের মাজারের লোকেরা মোরগের জিকির মোবাইল ফোনে রেকর্ড করে তা বাজারে মাইক যোগে প্রচার করছে। এতে মনে করা হচ্ছে এটা ঘাসিয়া দেওয়ানের কেরামতি, নিজ মাজারের গুরুত্ব বারানোই আসল উদ্দেশ্য । মোরগী শাহ’র অলৌকিক ঘঠনা, কেরামতির কথা শুনবেন, মোরগ সংগে নিয়ে মোরগী শাহ’র মাজার জিয়ারত করবেন আশা পুর্ণ: হবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।