আমাদের কথা খুঁজে নিন

   

মোরগের নাম কুকু

আমার ব্যক্তিগত ব্লগ

মোরগ সমাজে বোধহয় একটা নিয়ম আছে। সেটা হলো প্রতিদিন টিনের চালে উঠে ডাকা। আমাদের বাসার পাশে বেশ কিছু টিন সেডের ঘর আছে। সেখানে কেউ একটা মোরগ পুষে। শাফিন (আমার ১বছর ১ মাস বয়সী ছেলে) গতকাল জানালায় দাড়িয়ে দেখল একটা মোরগ ঘরের চালে আম গাছের ডালে দাড়িয়ে কুককুরু কু করছে।

সে এটার নাম দিল "কু কু"। সাড়াটা দুপুর নানাকে না হয় বড় খালাকে বাধ্য করল কুকু দেখার জন্য। সবাই হয়রান হয়ে গেলে বিকালে আমিই জানালার গ্রীল ধরে দাড় করালাম। সে কুকু দেখল, আর ডাক শুনল। যখন থাকেনা তখনও ও দাড়িয়ে অপেক্ষা করল।

রাতে ঘুমিয়ে ঘুম থেকে উঠেই বলল কুকু। ওর বড় খালা বলল, নির্ঘাত স্বপ্নেও কুকু দেখেছে। নানাভাই সকালে ওকে মুরগীর দোকানে নিয়ে গেলেন, কুকু দেখাতে। ওখানে চুপচুাপ কুকু দেখে এসেছে। এখন মোরগের নেশা কিছুটা কমলেও কেউ যদি বলে কুকু কোথায় সাথে সাথে জানালায় খোজাখুজি শুরু করে।

আর ঠোট চোখা করে ডাকতে থাকে কুকু।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.