আমাদের কথা খুঁজে নিন

   

ঠোঁট

তুমি যখন আমার বাড়ি আসতে তখন, আল পথে জংলি ফুলেরা পথ পানে চেয়ে থাকতো আর আমি চাতক পাখির ন্যায় কলম হাতে ঠায় বসে থাকি কাগজ-কলম সবই আছে, শুধু হৃদয় দিয়ে ভাবতে ভুলে গেছি তুমি কবে আসবে, আমার কাছে আমি তোমায় নিয়ে লিখতে চাই, যেমনটি আগে লিখতাম তোমার আগমনী, প্রস্থান আমার সাথে কথন, যাবার বেলায় কবিতার খাতায় একে দেয়া ঠোট আমি কত চুমু খেয়েছি, এখন ফড়িঙ্গেরা ধরা দিবে বলে ঘুরে বেড়ায়, দোয়েল শিস দিয়ে টিপ্পনি কাটে আর বৃষ্টি ফোটায় ফোটায় নুন ঝরে স্মৃতি খাতায় পুরোনো হয়ে গেছে জীর্ণ সে ঠোট তুমি আবার সময় করে এসো কিন্তু, নতুন করে দিয়ে যেও, উষ্ণ পরশ আরেকটা জনম কাটিয়ে দিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।