আমাদের কথা খুঁজে নিন

   

ভেজা ঠোঁট ওঠে ভিজিয়া

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

টপকা ডিঙ্গান হলে যাচ্ছি আমি আমৃত্যু ফেরা হবেনা আর। আজ হতে কাল মৃত্যুর লোবান পুড়ে পুড়ে বাতাস থেকেও লীন হবে আশিকি শরীর। ভার্সিটির, রোস্তোরার প্রশ্বাস গুলোও আর খুঁজবেনা কোনো জনলোক কিংবা ভ্রহ্মচারী; শুধু এলাজ বিশ্বাসে ছেড়া পংক্তিতে বলি- তুমি একজন নিঃশ্বাসে বেলুন ভরে নেবে হাওয়ার নটরাজ লোবানের গন্ধ আকুলিয়া। দেখে নিও, আমার চলে যাওয়া হলে আয়নার আঁকশিতে টানবেনা কুয়াশার দু'টি মুখ ঘর দরোজার পর্দা টেলে আর লাজ জমিনের পর্দা পিরহান। তবুও যাবো-ডিঙ্গান হলে তোমার জন্যেই যাবো ভার্সিটি, রেস্তোরা-সমুদ্রের জলে শুধু পাথর সেঁচা বুকের কালো জলে তুমি ছাড়া কার ঠোঁটে ভিজে ওঠে স্মৃতিদাগ মায়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।