আমার বিচ্ছিন্ন ভাবনার চিন্তিত ব্লগে স্বাগতম বগুড়ার লোকজন আমার মোটেও পছন্দ হয় না । এদের যুক্তি বা বাস্তবতা দিয়ে কিছু বিচার করার শক্তি বা মানসিকতা কিছুই নেই । প্রথম আলোতে পড়লাম বগুড়ার ‘অতিথি সাংসদ’ ব্যারিস্টার মওদুদ নাকি এলাকায় যান না । বগুড়া-৭এর এই আসনে প্রার্থী ছিলেন খালেদা জিয়া । উনি বগুড়া সদর আসন-৬ এরও প্রার্থী ছিলেন ।
সাধারণত যা হয় তা হল নির্বাচনের পরে খালেদা বগুড়া-৭ ছেড়ে দেয় এবং সেখানে স্থানীয় কোন এক নেতা নির্বাচনে দাঁড়ায় এবং বগুড়ার লোকজন ধানের শীষের প্রতি অপত্য ভালবাসার কারণে কলাগাছ বা তালগাছ বা থাম্বা যেই দাঁড়াক না কেন তাকে জয়যুক্ত করেন ।
সর্বশেষ নির্বাচনেও একি ঘটনা ঘটে । কিন্তু এইবার উপনির্বাচনে প্রার্থী হিসেবে আমদানী করা হয় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রস্টিটিউট খ্যাত মওদুদ আহমেদ যিনি কিনা নোয়াখালী তে তার আসনে পরাজিত । খালেদা জিয়া জানে তিনি যাকে দাঁড়া করাবেন সেই জিতবে কারণ বগুড়ার লোকজনের অন্ধবিশ্বাসের প্রতি তার পূর্ণ আস্থা আছে । হ্যাঁ ।
মওদুদ সাহেব নির্বাচনে জিতে যায় । একজন রাজনৈতিক প্রস্টিটিউট কে ভোট দিতে বগুড়ার লোকজনের হাত কাপে নাই । ফলাফল দেখতেই পারছেন । তিনি নাকি । খবরে প্রকাশ এলাকার লোকজন নাকি তাকে দেখতে পারেন না ।
তাইলে ভোট দিলি কেন বাপ? এখন সাফার কর । কি আর করবি । বুদ্ধিহীন জাতি হলে যা হয় ।
খবরের লিঙ্ক এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।