সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
দেশের প্রতিটা এলাকার আঞ্চলিক ভাষায় রচিত গানগুলি খুবই জনপ্রিয়। যদিও এক এলাকার লোকের পক্ষে অন্য এলাকার লোকের পক্ষে ঐ গানগুনির পুরা অর্থ বুঝা হয়ত কিছুটা কঠিন, কিন্তু সারমর্ম বুঝা হয়ত সম্ভব। তেমনি বগুড়ার কিছু আঞ্চলিক গান আছে, যেগুলো বলা যায় বগুড়া ইয়্যুথ ক্যয়ারের কালজয়ী সৃষ্টি, যা এখনো বগুড়াবাসীর কাছে সমান জনপ্রিয়। বগুড়ার ৪টি আঞ্চলিক গান আপনাদের জন্য শেয়ার করছিঃ
হামরা বোগড়োর ছোলঃ
হাঊলা পান্টি(হালচাষে যে বেত দিয়ে চাষী গরুকে সামলায়)-
ওই কাল ছুড়িডা হামাকঃ
দেবদাঃ
আশা করি সবাই উপভোগ করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।