আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র গীতার মূল কথা

সংসারেতে দারুন ব্যথা লাগায় যথন প্রাণে "আমি যে নাই "এই কথাটাই মনটা যেন জানে। যে আছে সে সকল কালের , এ কাল হতে ভিন্ন - তাহার গায়ে লাগে না তো কোনো ক্ষতের চিহ্ন। -রবীন্দ্রনাথ ঠাকুর যা হয়েছে, তা ভালই হয়েছে যা হচ্ছে, তা ভালই হচ্ছে যা হবে, তা ভালই হবে তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানে দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল। পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.